চাঞ্চল্যকর অভিযোগ! নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, বিধানসভায় বললেন মমতা

কলকাতা : বিধানসভায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল।’’

মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে বিধানসভা ভোটে ষড়যন্ত্রেরও অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘‘ আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রকারীদের উচিত মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা।’’

প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারীর কাছে মাত্র ১,৯৫৬ ভোট হারেন মমতা। সেই ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তবে এর মধ্যেই অক্টোবরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হন। কিন্তু নন্দীগ্রামের ফল নিয়ে বিতর্ক অব্যাহত। সেই বিতর্কই ফের উস্কে দিলেন বক্তৃতায়।

মঙ্গলবার রাজ্যপালের বাজেট ভাষণের সময় অশান্তি পাকানোর অভিযোগে বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। এই ইস্যুতে বুধবার মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

আরও পড়ুন : তৃণমূলে গেলেন জয়প্রকাশ, এবার কি লকেট

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ