ডেস্ক: শ্বাসকষ্টের সমস্যা, আচমকাই অসুস্থ অনুব্রত মণ্ডল, আনা হল কলকাতায়। বৃহস্পতিবার দুপুরে আচমকাই তাঁর শ্বাসকষ্ট রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে পরিবারকে। তাই দুপুরেই তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তাঁর দলের কর্মীরা।
জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন কর্মীরা। অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে দল সূত্রে খবর। শ্বাসকষ্ট শুরু হলে সাধারণত তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এ দিন অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট কমেনি বলেই সূত্রের খবর। তাতেও সুরাহা না হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। যিনি সকলকে পাঁচন, গুড়-বাতাসার নিদান দেন দিবা-রাত্র, সেই অনুব্রত মণ্ডল নাকি কাহিল হয়ে পড়েছেন। শ্বাসকষ্ট, হালকা জ্বর, শরীর দুর্বলতা রয়েছে তাঁর। তাই কোনও ঝুঁকি না নিয়ে উন্নতমানের চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, করোনা সদৃশ উপসর্গ থাকায় তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।