কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই, এদিন সব জল্পনায় ইতি টেনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। আর দুটি ক্ষেত্রেই শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের নানা স্তরে ভর্তির বিষয় থাকে, তাই আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন। তাঁদের উদ্বেগ কাটাতে আমরা প্রাথমিক ভাবে ঠিক করেছি মাধ্যমিক পরীক্ষা হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। শুধুমাত্র ৭টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। যে পড়ুয়া যে স্কুলে পড়ে সেখানেই তার পরীক্ষাকেন্দ্র হবে। পরীক্ষা হবে দেড় ঘণ্টার। সাত দিনের মধ্যে শেষ হবে পরীক্ষা। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন,”জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে।” ”উচ্চমাধ্যমিকে সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এক্ষেত্রেও আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। সময় লাগবে ১৬ দিন।”