ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারকে সাহায্যের বার্তা শুভেন্দুর

ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সরকার এবং প্রশাসনের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  ঘূর্ণিঝড় অশনি প্রভাব ফেলবে বঙ্গে। তাতে সাধারণ মানুষের ঘর–বাড়ি থেকে খাওয়া–দাওয়া ক্ষতির মুখে পড়তে পারে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার আগাম ব্যবস্থা করেছে। এবার এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার এবং প্রশাসনের পাশে থাকার বার্তা দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের বিধায়ক বলেন, “এগুলোতে রাজনীতির জায়গা নেই। এখানে সরকার, প্রশাসন, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ব্যবস্থা নেবে, তাতে বিজেপির কর্মীরা এবং জনগণ সাহায্য করবে। আমাদের কিছু নিজস্ব শেল্টার রয়েছে। আমফান, যশের সময় আমরা শেল্টার চালিয়েছি। সেখানে আমরা শেল্টার খুলব। শুকনো খাবার রাখব, রান্না করা খাবার দেব, জেনারেটর থাকবে। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়।”

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা