সম্প্রীতির মূর্ত প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর আজ জন্মদিন

পঙ্কজ চট্টোপাধ্যায়

আজ ২৫শে বৈশাখ… কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন।

শুধু বাঙালী নয়,রবীন্দ্রনাথ সারা ভারতের, সারা এশিয়া উপমহাদেশের, সারা বিশ্বের গৌরব। পৃথিবীর প্রতিটি দেশেই রয়েছে রবীন্দ্র চর্চা,রবীন্দ্রনাথ বিষয়ক গবেষণা কেন্দ্র।

সারা বিশ্বে তিনিই একমাত্র কবি যার নামের সাথে তিনটি দেশের (ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা) জাতীয় সঙ্গীত-এর ইতিহাস জড়িয়ে আছে।

রবীন্দ্রনাথের সমাজ চিন্তা,শিক্ষানীতি, গ্রামীণ জনপদের বিকাশের চিন্তা,সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান,অর্থ নীতির বিকাশের ধারা,ইত্যাদি বিষয়গুলি আজও আমাদের রাজ্যের এবং দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাসঙ্গিক।

আজ তার জন্মদিনে আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

Related posts

আমাদের দেশ, আমাদের দ্বেষ-বিদ্বেষ এবং রবীন্দ্রনাথ

কিন্তু মৃত্যু যে ভয়ংকর, সে-দেহে তাহার কোন প্রমাণ ছিল না

২৭ শে এপ্রিল মানে জাগা, জেগে থাকা, জাগানো…