আফগানিস্তানে বাংলার কেউ আটকে থাকতে পারেন, খোঁজ নিতে নির্দেশ মমতার

ডেস্ক: মার্কিন সেনা সরতে রাজধানী কাবুল-সহ গোটা দেশের দখল নিয়েছে জঙ্গিরা। আফগানিস্থানে ফের তালিবান-রাজ। নিজের একরত্তি সন্তানকে ফেলে বাবা–মা জীবন বাঁচাতে পালিয়েছেন। বিমানে ওঠার হুড়োহুড়ি কিংবা  উড়ন্ত বিমান থেকে প্রাণহানির মতো ঘটনায় হতবাক বিশ্ব। এই পরিস্থিতিতে এ রাজ্যের কেউ কি আফগানিস্থানে আটকে? খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। যদি তেমন কারও খোঁজ পাওয়া যায়, তাহলে ঠিকানা, ফোন নম্বর-সহ বিস্তারিত তথ্য জানাতে হবে সরকারকে। 

আরও পড়ুন: ‘আফগান ভাই-বোনদের পাশে দাঁড়াবে ভারত’, বার্তা মোদীর


সূত্রের খবর, আফগানিস্তানে এই পরিস্থিতি তৈরি হতেই বাংলার মানুষ আটকে আছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নের কর্তাদের কাছে সেই উদ্বেগ প্রকাশ করে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। বাংলার মানুষ যাতে ওই দেশে বিপদের সম্মুখীণ না হন তা দেখতেও বলা হয়েছে। জানা গিয়েছে, কর্মসূত্রে আফগানিস্থানে গিয়ে কেউ আটকে পড়েছেন কিনা, তা সংশ্লিষ্ট রাজ্যের সরকারের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেক্ষেত্রে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সেকারণেই নবান্ন থেকে জেলাশাসকদের খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেওয়া হল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন