কলকাতা : ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা হয়েছে। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’ থামবে না। অটুটই থাকবে। মঙ্গলবার আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি মহারাজের সঙ্গে দেখা করে এবং মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাফ জানিয়ে দিলেন বিশিষ্ট চিকিৎসক তথা হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠী আজ সৌরভ গাঙ্গুলীকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান । পরে তিনি জানিয়েছেন , সৌরভ একদম ফিট, সঠিক সময়ে হাসপাতালে এসে সৌরভ যে চিকিৎসা পেয়েছেন তাতে তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং আগের মত সব কাজ করতে পারেন। পরবর্তী সময়ে সুবিধে মত বাকি চিকিৎসা করিয়ে নিতে পারবেন।
তাঁর হার্টের কোন ক্ষতি হয়নি। তিনি চাইলে ক্রিকেট খেলতে কিংবা ম্যারাথন দৌড়তেও পারেন। উডল্যান্ডস হাসপাতাল ও চিকিৎসকদের তিনি প্রশংসা করেন। সৌরভ বাড়ি যেতে পারেন বলে তিনি জানান। সম্ভবত আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।