Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আবারও ফিরতে চলেছে নস্ট্যালজিয়া, ইডেনে ব্যাট হাতে নামবেন সৌরভ - NewsOnly24

আবারও ফিরতে চলেছে নস্ট্যালজিয়া, ইডেনে ব্যাট হাতে নামবেন সৌরভ

আবারও ইডেনে ব্যাট হাতে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সৌরভ জিমে শারীরিক কসরতের ছবি পোস্ট করে জানিয়েছিলেন, লেজেন্ডস লিগ ক্রিকেটের একটি চ্যারিটি ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। তারপরই জানা যায়, কলকাতাতেও এবার লেজেন্ডস লিগের খেলা হবে। তখনই বোঝা গিয়েছিল, সৌরভ নিজের শহরে ক্রিকেটের নন্দনকাননেই ম্যাচটি খেলবেন। আজ লেজেন্ডস লিগ ক্রিকেটের আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সৌরভ ইডেনে নেতৃত্ব দেবেন ইন্ডিয়া মহারাজাসকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়েন্টসের বিরুদ্ধে নামছে সৌরভের ইন্ডিয়া মহারাজাস।

এবারের টুর্নামেন্টটিকে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবে ধরা হচ্ছে। ১৬ সেপ্টেম্বর ইডেনে বিশেষ ম্যাচটির পরদিনই শুরু হয়ে যাবে এলএলসির লড়াই। ইডেনের ম্যাচটিতে অংশ নেবেন ১০টি দেশের প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই সম্প্রতি ক্রিকেট ছেড়েছেন। কেউ আবার ছেড়েছেন কয়েক বছর আগে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এলএলসি-র ফ্র্যাঞ্জাইজি ফরম্যাটের লড়াইয়ে অংশ নেবে ৪টি দল। চলবে ৮ অক্টোবর অবধি। ৬টি শহরে সবমিলিয়ে হবে ১৫টি ম্যাচ।

ইন্ডিয়া মহারাজাস- সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুব্রহ্মণ্যম বদ্রীনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), স্টুয়ার্ট বিনি, এস শ্রীসন্থ, হরভজন সিং, নমন ওঝা (উইকেটকিপার), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, রুদ্রপ্রতাপ সিং, যোগিন্দর শর্মা ও রীতিন্দর সিং সোধি।

ওয়ার্ল্ড জায়েন্টস- ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডন সিমনস, হার্সেল গিবস, জ্যাক কালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেল স্টেইন, হ্যামিলটন মাসাকদজা, মাশরাফি মোকর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন এবং দীনেশ রামদিন।

আরও পড়ুন :

চোখে জল, নিজাম প্যালেসে প্রথম রাত কাটল বীরভূমের বেতাজ বাদশার

ইনস্টাগ্রামে একটা ছোট্ট পোস্ট টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা উইলিয়ামস

কয়লা পাচার-কাণ্ডে আট আইপিএসকে নোটিস পাঠাল ইডি

দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনকড়

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত

Related posts

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের