মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর কলকাতা পুলিশের একজন আইপিএস-এর নেতৃত্বে বিশেষ দল পৌঁছালো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভাঙড়কে এ বার কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

জানা গিয়েছে, লালবাজারের একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্ব প্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার বৈঠক করবেন তাঁরা। রয়েছেন আইরিশ বিলাল নামে একজন আইপিএস পদাধিকারী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুণ্ডু।

ওই বৈঠকের পরে ভাঙড় ও কাশিপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখারও কথাও রয়েছে কলকাতা পুলিশের ওই বিশেষ দলের।

প্রসঙ্গত, বুধবার আলিপুর বডিগার্ডস লাইনে পুলিশের একটি অভ্যন্তরীণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। সেই সময়েই তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানা যায়। ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এমনিতে সারাবছরই প্রায় উত্তপ্ত থাকে ভাঙড়। বোমা-গুলি লেগেই চলেছে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিননী মোতায়েনের পরেও রোখা যায়নি প্রাণহানি। ওয়াকিবহাল মহলের মতে, অশান্তিতে লাগাম পরাতেই এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে