উচ্চ প্রাথমিকে ১২ হাজার শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ এসএসসি

কলকাতা: উচ্চ প্রাথমিকে ১২ হাজার নিয়োগ শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশন। আদালত অনুমতি দিলে আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা যাবে। আগামী সপ্তাহে এই নিয়েই শুনানি হবে হাইকোর্টে।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। অভিযোগ ছিল, গত ৩০ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ এসএসসিকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেও এখনও তা প্রকাশিত হয়নি। আরও অভিযোগ, দু’টি পর্যায়ে ইন্টারভিউয়ের পরও প্রকাশ করা হয়নি মেধা তালিকা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, যাঁরা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন, তাঁদের ইন্টারভিউ নেওয়া হোক।
পরবর্তীকালে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং জানিয়ে দেয়, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না।

সেই মামলাতেই বৃহস্পতিবার এসএসসি আদালতে জানিয়েছে, চলতি বছরেই ১২ হাজার শূন্যপদে তারা নিয়োগ করতে চায়। সেজন্য মেধাতালিকা তৈরি করা হয়েছে। নিয়োগের জন্য আদালতের অনুমোদন প্রয়োজন। আগামী সপ্তাহে এই নিয়েই শুনানি।

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা