‘পরিণীতা’ পরিচালক প্রদীপ সরকার প্রয়াত

প্রবীণ চলচ্চিত্র পরিচালক প্রদীপ সরকার প্রয়াত। তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘পরিণীতা’, ‘হেলিকপ্টার ইলা’, ‘লাগা চুনরি মে দাগ: জার্নি অফ আ উইম্যান’, ‘লাফাঙ্গে পরিন্দে’, ‘মর্দানি’-র মতো ছবি উপহার দিয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর সবাইকে স্তম্ভিত করেছে।

জানা গিয়েছে, অসুস্থ ছিলেন প্রদীপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার ভোররাতে পাওয়া এই দুঃখজনক খবরটি অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু হংসল মেহতা যখন টুইট করে এই তথ্য দেন, তখন হতবাক হয়ে যায় বলিউড।

চলচ্চিত্রে আসার আগে বিজ্ঞাপন জগতে কাজের সঙ্গে যুক্ত হন প্রদীপ। বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন পরিচালনা করেছিলেন। তিনি ২০০৫ সালে ‘পরিণীতা’র মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এই ছবিতে বিদ্যা বালন, সেফ আলি খান এবং সঞ্জয় দত্ত অভিনয় করেছিলেন।

শুধু জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকই নন, এক জন লেখক হিসেবেও তাঁর সুনাম ছিল। শেষ কয়েক বছর ধরে চলচ্চিত্র জগতে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। ‘নীল সমন্দর’ (২০১৯), ‘নিষিদ্ধ প্রেম’ (২০২০) এবং ‘ক্যায়সি পহেলি জিন্দেগানি’ (২০২১) উপহার দিয়েছেন।

Related posts

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’, দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতাকে

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’