প্রথম পাতা খবর ‘রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য ও কলকাতা পুলিশ’, টুইট রাজ্যপালের

‘রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য ও কলকাতা পুলিশ’, টুইট রাজ্যপালের

118 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য ও কলকাতা পুলিশ। পরিস্থিতি উদ্বেগজনক। সাংবিধানিক রীতি মেনে চলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যও মুখ্যমন্ত্রীর প্রতি আর্জি জানিয়ে টুইট করলেন রাজ্যপাল।

রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে গ্রেফতারের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যপাল। সাংবিধানিক রীতি মেনে চলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যও মুখ্যমন্ত্রীর প্রতি আর্জি জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, আইনের শাসন এবং সাংবিধানিক ব্যবস্থা এ ভাবে ভেঙে পড়লে তার ফলাফলও যেন ভেবে দেখেন মুখ্যমন্ত্রী৷


ট্যুইটে রাজ্যপাল লেখেন, সম্পূর্ণ বেআইনি পরিস্থিতি ও নৈরাজ্য চলছে। পুলিশ ও প্রশাসন নীরব রয়েছে। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে এই ট্যুইটে রাজ্যপাল লেখেন আমি আশা করবো প্রশাসন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনুরুদ্ধারে উপযুক্ত ব্যবস্থা নেবে। এই পরিস্থিতি আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও সাংবিধানিক বিপর্যয়ের ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে। এখন সময় হয়েছে মুহূর্তে সৃষ্টি হওয়া বিস্ফোরক পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনা।

আরও পড়ুন: রণক্ষেত্র নিজাম প্যালেস, রাজভবনের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের


তিনি লিখেছেন, ‘এই পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন৷ মুখ্যমন্ত্রীকে অনুরোধ তিনি যেন সাংবিধানিক বিধি এবং আইনের শাসকন মেনে চলেন৷ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, স্বরাষ্ট্র দফতরের উচিত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া৷ দুঃখের বিষয়, কোনও ব্যবস্থা না নিয়ে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেওয়া হচ্ছে৷’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.