অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংশোধিত তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। মোট ১৪০টি জনগোষ্ঠী এই তালিকায় স্থান পেয়েছে। আরও দুই গোষ্ঠীকে (দেবাঙ্গ ও ভারভূজা) নিয়ে সমীক্ষা চলছে বলে জানিয়েছে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে, ধর্মের ভিত্তিতে নয়। তার পরদিনই কমিশন এই তালিকা প্রকাশ করল।
নতুন তালিকায় দুই ভাগ—‘ওবিসি এ’ ও ‘ওবিসি বি’। প্রথম তালিকায় ৪৯টি, দ্বিতীয়তে ৯১টি জনগোষ্ঠী। রাজ্যের সব জেলা প্রশাসকের নেতৃত্বে সমীক্ষা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে কমিশনের অফিসে শুনানি হয়। তারপর মন্ত্রিসভায় অনুমোদন পায় তালিকা।

২০২৪ সালের ২২ মে কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর দেওয়া প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। সেই রায়ের পরই রাজ্য নতুন সমীক্ষা করে এই তালিকা প্রকাশ করেছে।
তবে বিজেপির অভিযোগ, ধর্মের ভিত্তিতে তালিকা তৈরি করেছে সরকার। ফলে প্রকৃত অনগ্রসররা উপকৃত হবেন না। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারও পরামর্শ থাকলে তা লিখিত আকারে জানানো যাবে। নতুন তালিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।