প্রথম পাতা খবর তিন কৃষি আইন রূপায়নে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, গঠিত হল কমিটি

তিন কৃষি আইন রূপায়নে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, গঠিত হল কমিটি

762 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্ট , তিন নতুন কৃষি আইন রূপায়নের ওপর স্থগিতাদেশ দিয়েছে । প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার তিন কৃষি আইনের সাংবিধানিক বৈধতার বিষয়ে একগুচ্ছ পিটিশনের শুনানি হয়েছে।

কৃষি আইন নিয়ে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলির মধ্যে অচলাবস্থা নিরসনে , দু’পক্ষের মধ্যে আলোচনার জন্য সুপ্রিম কোর্ট একটি কমিটিও গঠন করেছে। তিন বিচারপতির বেঞ্চ বলেছে , যারা প্রকৃতই সমাধান খুঁজে বের করতে চান , তারা অবশ্যই কমিটির সামনে উপস্থিত হবে।

বেঞ্চ বলেছে তাঁরা এই আইনের বৈধতা বিবেচনার পাশাপাশি নাগরিকদের জীবন এবং সম্পত্তির সুরক্ষা নিয়েও উদ্বিগ্ন । প্রধান বিচারপতি বলেন , প্রস্তাবিত কমিটি কোন আদেশ জারি করবে না। কাউকে শাস্তিও দেবে না। তারা শুধু সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট পেশ করবে।

এই কমিটি , মামলার বিচার প্রক্রিয়ার অংশ। এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়া বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রমনিয়ন ছিলেন।

আরও পড়ুন : কৃষি আইন নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা, আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে চল্লিশটিরও বেশি কৃষক সংগঠন ছেচল্লিশ দিন ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছে । কেন্দ্রের সঙ্গে আট দফা বৈঠক হলেও কোন সমাধান সূত্র পাওয়া যায় নি । ১৫ ই জানুয়ারি আবার বৈঠক হবার কথা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.