মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু

ডেস্ক: একুশের নির্বাচনে হাই-ভোল্টেজ নন্দীগ্রাম। এবারে সামনা-সামনি লড়াইয়ের ময়দানে ভূমিপুত্র বনাম অগ্নিকন্যা। হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু। বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে লড়বেন তিনি। ছিলেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রদান।


শুভেন্দু মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দেন তিনি। এরপর জানকীনাথ মন্দিরেও পুজো দেন।  হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থী।  শুভেন্দুর সঙ্গে থাকার কথা স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়র।

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে এই নিয়মে পালন করুন ব্রত, সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে


পাশাপাশি, নন্দীগ্রামেরই ভোটার হলেন শুভেন্দু অধিকারী । তিনি এতদিন হলদিয়ার ভোটার ছিলেন। কিন্তু এবার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ভোটার হিসাবেই নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। নন্দীগ্রামে তাঁর বুথ নন্দনায়কবাড় প্রাইমারি স্কুল।

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ