কলকাতা: টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৬ ডিসেম্বর সোমবার, কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ভালভ মেরামতি, পাইপ লাইনের কাজ, মোটর যন্ত্রের মেরামতি ও অন্যান্য কাজ এদিন করা হবে। তাই ১৬ তারিখ সকাল ৯টা থেকে ১৭ তারিখ সকাল ৬টা পর্যন্ত পলতার জল প্রকল্প ও টালা জলাধারের সমস্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। মঙ্গলবার সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে।
এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ। জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত উত্তর কলকাতা ও বিধাননগরের বেশ কিছু অংশ, মধ্য কলকাতার বেশ কিছু অংশ ও দক্ষিণ কলকাতার কসবাতে ওই দিন জল সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া পানিহাটি, কামারহাটি পুর এলাকাসহ বিস্তীর্ণ জায়গায় পলতা থেকে জল সরবরাহ করা হয়। ফলে এইসব এলাকাতেও জলের সমস্যা হতে পারে আগামী সোমবার।
এর আগে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৪ ডিসেম্বর অর্থাৎ আজ টালা থেকে জল সরবরাহ বন্ধ থাকার কথা কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছিল। সামাজিক উৎসবের কথা মাথায় রেখে রক্ষণাবেক্ষণের কাজের দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন।