পূর্ব বর্ধমানের গুসকরা শহরে বড়দিনের রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। মোট ৭ জন এই দুর্ঘটনায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বেপরোয়া গতির চার চাকা গাড়ির ধাক্কায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। উৎসবের দিনে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
জানা গিয়েছে, রাত প্রায় ৯টা নাগাদ মানকরের দিক থেকে গুসকরা আসার পথে ধারাপাড়ার কাছে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। এর পরে দোকানের একাংশ ভেঙে বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এমনকি একটি পথচারীকেও ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সাত জনকে দ্রুত গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিন জনের গুসকরা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে।
এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।