শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দাদের জন্য ফের জলকষ্ট! বৃহস্পতিবার থেকে একবেলা করে জলের জোগান বন্ধ থাকবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জল সরবরাহের এই সমস্যা তিন দিন ধরে চলবে। রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ফুলবাড়ির জল পরিশোধন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি মেরামতির জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিনের পলি জমে দুটি পরিশোধন যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। তাই মেরামতির জন্য একটি যন্ত্র দিয়ে জল পরিশোধন চালানো হবে।
শহরের বাসিন্দাদের অসুবিধা কমাতে শিলিগুড়ি পুরনিগমের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় জল সরবরাহের জন্য ট্যাঙ্ক পাঠানো হবে এবং জলের পাউচ বিতরণ করা হবে। পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত জানিয়েছেন, “মেরামতির কাজ শেষ হতে দুই থেকে তিন দিন সময় লাগবে। পরিস্থিতি সামাল দিতে আমরা আগাম ব্যবস্থা করেছি।”
এর আগে তিস্তা সেচ ক্যানালের বাঁধ মেরামতির কারণে শিলিগুড়ি শহরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছিল। তখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন হয়েছিল। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগে ব্যবস্থা নিয়েছে পুরসভা।