কলকাতা: স্ট্র্যান্ড রোডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড অফিস ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। বুধবার সকালে গিলান্ডার হাউসের পাশে বহুতলে আগুন লাগে। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গিয়েছে। বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নেই। তবে ভিতরে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন লাগার সময়ে ভিতরে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী। তাঁদেরকে বার করে আনা সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বহুতলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা আছে। সেইসঙ্গে ক্যান্টিনও চলে। দাহ্য বস্তু-সহ গ্যাস সিলিন্ডার থাকায় অগ্নিকাণ্ড আরও বিধ্বংসী হতে পারে পাশাপাশি গঙ্গার হাওয়ার জেরেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভাবত শটসার্কিট থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্বস্তির খবর আগুন ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন লালা
৮ মার্চ স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে মৃত্যু হয় ন’জনের। তবে সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগেই ফের আগুন স্ট্র্যান্ড রোডে।