ডেস্ক: দ্বিতীয় দফার এক দিন আগে বড় রদবদল মহিষাদলে, সরানাে হল হলদিয়ার এসডিও, পাশাপাশি বদলি করা হল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও।
নন্দীগ্রামে ভােটের আগে একটু বেশি তৎপর নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টা আগে মহিষাদল ও হলদিয়ায় বড় রদবদল করল কমিশন। ভােটের ২৪ ঘণ্টা আগে সরানাে হল মহিষাদলের সিআইকে। বদল করা হল হলদিয়ার এসডিপিওকে। পুরনাে সিআই বিচিত্রবিকাশ রায়ের জায়গায় এলেন শীর্ষেন্দু দাস। এবং হলদিয়ায় বরুন বৈদ্যের জায়গায় এলেন উত্তম মৈত্র। ভােটের কাজে পক্ষপাতের অভিযােগে এই দুজনকে সরানাে হয়েছে বলে খবর।
আরও পড়ুন: স্ট্র্যান্ড রোডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড অফিস ভয়াবহ অগ্নিকাণ্ড
সূত্রের খবর, হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি-সহ বিরোধীরা। গত শনিবার প্রথম দফা নির্বাচনের দিন হলদিয়া ও নন্দীগ্রামের একাধিক পুলিশকর্তার বিরুদ্ধে কমিশনে নালিশ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই পুলিশকর্তারা ভোটে তৃণমূল কংগ্রেসকে কারচুপি করতে সাহায্য করেছেন বলে অভিযোগ তোলেন। বিশেষত হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অভিযোগ করে বিজেপি।নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকা জারি করে ওই তিনকে সরানোর কথা জানিয়ে দেওয়া হয়।