প্রথম পাতা খবর দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়, শুভেচ্ছা মোদী-শাহের

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়, শুভেচ্ছা মোদী-শাহের

405 views
A+A-
Reset

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়েছেন তিনি। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নিজে যান জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে। বর্তমানে দেশের উপরাষ্ট্রপতির পদে রয়েছেন বেঙ্কাইয়া নাইডু। ১০ অগস্ট তাঁর মেয়াদ শেষ হবে। ১১ অগস্ট দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন জগদীপ ধনকড়।

সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা অবধি চলেছে ভোটগ্রহণ। সাংসদের দুই কক্ষের সাংসদরা ভোট দিয়েছেন। এদিন দেশের ৭৮০ জন সাংসদের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন ৭২৫ জন সাংসদ। সব মিলিয়ে ভোট দানের হার ৯৩ শতাংশ। বৈধ ভোটের মধ্যে ধনকড় পেয়েছেন ৫২৮টি ভোট। বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। এর মধ্যে তৃণমূলের সাংসদরা ভোট দান থেকে নিজেকে বিরত রেখেছিলেন। যদিও তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দলের নির্দেশ অমান্য করেই সংসদে গিয়ে ভোট দিয়েছেন। অসুস্থতার কারণে বিজেপি সাংসদ সানি দেওল এবং সঞ্জয় ধোত্রে ভোট দিতে আসেননি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হবে! লড়াইয়ে কিছুটা এগিয়ে ধনকড়

দুরন্ত প্রত্যাবর্তন, দেশকে সোনা এনে দিলেন সাক্ষী

নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে একান্তে মোদী-মমতার বৈঠক

বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, আদালতে জানালেন আইনজীবী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.