প্রথম পাতা খবর ৯২ বছরে থামলেন অলিম্পিয়ান ‘বদ্রু’, শোকের ছায়া ময়দানে

৯২ বছরে থামলেন অলিম্পিয়ান ‘বদ্রু’, শোকের ছায়া ময়দানে

48 views
A+A-
Reset

৯২ বছরে থামলেন অলিম্পিয়ান ‘বদ্রু’ সমর বন্দ্যোপাধ্যায়। শনিবার এসএসকেএম হাসপাতালেই প্রয়াত হলেন সমর বন্দ্যোপাধ্যায়, ময়দান যাঁকে বদ্রু নামেই বেশি চিনত। মৃত্যুকালে ভারতের (Indian Football) এই প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ানের (Olympian) বয়স হয়েছিল ৯২ বছর। গত প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন।

প্রাক্তন অলিম্পিয়ান এবং প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়দান এবং ভারতীয় ফুটবল মহলে। ১৯৫২-৫৯ সাত বছর মোহনবাগানের হয়ে খেলেছেন বদ্রু। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে দেশের হয়ে খেলেছিলেন প্রাক্তন স্ট্রাইকার। সে বছর অলিম্পিকে চতুর্থ হয় ভারত।

পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তর পর বাংলার ফুটবল হারাল আরও এক কিংবদন্তিকে।

গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। দিনে দিনে তাঁর শারীরিক অবস্থান অবনতিই হচ্ছিল। অ্যালজাইমারস, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া- বিভিন্ন সমস্যা ছিল তাঁর। বাড়িতেই বদ্রু বন্দ্যোপাধ্যায়ের অবস্থার অবনতি দেখে পরিবারের তরফে বিষয়টি জানানো হয় মোহনবাগান ক্লাবকে। সবুজ-মেরুনের উদ্যোগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন :

আজও কি দাপট দেখাবে বৃষ্টি?

‘‌একশোবার সহযোগিতা করছি’‌, নিজাম প্যালেস থেকে বেরিয়ে দাপুটে মেজাজে অনুব্রত

রাজ্যের পাঁচ জেলায় অনেকটাই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ভাবাচ্ছে নবান্নকে

দুর্যোগের জেরে বঙ্গোপসাগরে উলটে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.