ডেস্ক: প্রতিদিনই আক্রান্তের দ্বিগুণ সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন। তবে গতকালের চেয়ে সামান্য দৈনিক বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। আজ (বুধবার) করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। তবে অনেকটা কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। যা খানিক স্বস্তির বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার ৮৩২ জন।
তবে গতকালের চেয়ে বেড়ে মৃতের সংখ্যা। ২ হাজারের গণ্ডি পার করে ফের ৩ হাজার ২০৭ জন প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘণ্টায়। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২।
আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার হার বেশি। ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৫৬ জন। আজকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ০৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ০৮৫ জন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে প্রায় ২২ কোটি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।
দেশে ক্রমশ কমছে করোনা সংক্রমণ। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশেষ উদ্বেগ সৃষ্টি করেছে চিকিৎসক মৃত্যু। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত হয়ে ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।