হাসপাতালে করোনা আক্রান্ত সৌরভ, প্রশ্ন হল কোভিড নাকি ওমিক্রণ !

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে, যেখানে তাঁর শরীরে ভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।

সোমবার রাতে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাস্পাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, সৌরভের ভাইরাল লোড ১৯.৫ পয়েন্ট।

চলতি বছরের গোড়ার দিকেই একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। বুকে ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর হার্টে তিনটি স্টেন্ট বসানো হয়। তাই এবার আর কোনও রকম ঝুঁকি না নিয়ে সোমবার রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আফেরবারেও দক্ষিণ কলকাতার এই হাসপাতালেই চিকিত্‍সাধীন ছিলেন তিনি।

তবে চিকিত্‍সকরা জানিয়েছেন, আপাতত বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। কোভিডের কারণে শরীরে তেমন বিশেষ কোনও জটিলতা এখনও ধরা পড়েনি।

Related posts

তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযানে তুলকালাম, ‘পুলিশের রাজধর্ম পালনের’ কথা তুলে ধরলেন কুণাল

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার