প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিয়েরা লিওনের রাজধানী, মৃত ৯১

ডেস্ক: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের কাছে ঘটনাটি ঘটে। প্রবল এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম একাধিক মানুষ।বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপজয় মোকাবিলা বাহিনী। শুরু করে উদ্ধারকাজ। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে কার্যত জরুরি অবস্থা জারি করা হয়েছে।


ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার ফেসবুকে একটি বিবৃতিতে বলেন যে তিনি ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষের পরে একটি বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও এবং ছবির ফুটেজ ছড়িয়ে পড়েছে তা হতাশাজনক। বিস্ফোরণে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই। নিহতদের আত্মা যেন শান্তিতে থাকে।’

Related posts

নীতীশ, চন্দ্রবাবুর লিখিত সমর্থন, তৃতীয় বারের জন্য কবে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

দিলীপ ঘোষের হারের কারণ কেন্দ্র বদল, অনুমান সুকান্তর

একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া মোদীর, সরকার গড়ার আশা ছাড়ছে না ‘ইন্ডিয়া’