রাজ্যে আরও জেলা বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

আমলাদের সঙ্গে বৈঠকে রাজ্যে আরও জেলা বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আরও বেশি করে অফিসারদের প্রয়োজন। তাঁর বক্তব্য, এর জন্য আরও বেশি অফিসার দরকার। কেন্দ্রের কাছে বারবার আইএএস (IAS) অফিসারদের বঙ্গে কাজের সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু তেমন সাড়া মেলেনি বলেও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই জেলা ভাগাভাগির কাজ সম্পন্ন হচ্ছে না।

বৃহস্পতিবার নতুন ভাবে তৈরি টাউন হলের উদ্বোধনের গিয়ে আরও জেলা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন রাজ্যে এখন ২৩টি জেলা আছে। ভবিষ্যতে সেটা ৪৬ও হতে পারে। তার জন্য আরও বেশি অফিসারের প্রয়োজন। দক্ষ অফিসার যত বেশি আসবে তত বেশি করে কাজের সুবিধা হবে রাজ্য সরকারের। কারণ আমলারাই সরকারের মুখ সেকথা মাথায় রেখে জেলা শাসদ, বিডিও এবং এসডিওদের কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক