কবে স্কুল খুলবে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

কলকাতা : স্কুল কবে খুলবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক পঠনপাঠনের নয়া উদ্যোগ হিসাবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
সোমবার ব্রাত্য জানান, প্রাথমিক পঠনপাঠনের নয়া উদ্যোগ হিসাবে তুলে ধরা হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পকে। এর ফলে ৬০ লক্ষের বেশি পড়ুয়া উপকৃত হবে বলে দাবি তাঁর। সেই সঙ্গে ব্রাত্য আরও জানান যে বেসরকারি স্কুলগুলিও যদি এই উদ্যোগে অংশ নিতে চায়, তাদের স্বাগত। তবে স্কুল খোলার প্রশ্নে শিক্ষামন্ত্রী বল ঠেলেছেন মুখ্যমন্ত্রীর কোর্টেই।
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টিকাকরণ প্রক্রিয়া শেষ হলেই কি স্কুল খুলবে? সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে ব্রাত্য বলেন, “আমরা পুরো স্কুল ধাপে ধাপে খুলতে চাইছি। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছেন। তিনি এ নিয়ে যথাসময়ে জানাবেন।”
প্রসঙ্গত, সোমবারই সব ক্লাসের পড়ুয়াদের স্কুল খুলে গিয়েছে মুম্বইয়ে। পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই স্কুল খোলার দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক