ডেস্ক: করোনার আবহে, পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়ে দেন যে, সকল শিক্ষার্থীদের এবং তাঁদের উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ কিন্তু তার থেকেও অত্যন্ত চিন্তার বিষয় দেশে বেড়ে চলা করোনা সংক্রমণ৷
পরীক্ষার্থীদের শারীরিক নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রক জানাচ্ছে যে, শিক্ষার্থীরা নতুন তারিখ এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের সময় পাবেন। যেই সময়টা তাঁরা প্রস্তুতির কাজে লাগাতে পারবেন৷JEE পরীক্ষার নতুন তারিখ পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: লাগামহীন সংক্রমণ আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনা সংক্রমণ ছাপিয়ে গেল আড়াই লক্ষ
ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রথম দু’দফায় জেইই-মেনস হয়ে গিয়েছে। প্রথম দফায় (গত ২৩-২৬ ফেব্রুয়ারি) ৬২০,৯৭৮ জন পরীক্ষা দিয়েছিলেন। দ্বিতীয় দফায় (১৬-১৮ মার্চ) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫৬,২৪৮। কিন্তু তৃতীয় দফায় পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতি এবং পরীক্ষার্থী ও আধিকারিকদের সুরক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে জেইই (মেন) এপ্রিল সেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’