প্রথম পাতা Uncategorized  বাংলার সংক্রমণ ঠেকাতে ১১ দফার নির্দেশিকা জারি রাজ্যের

 বাংলার সংক্রমণ ঠেকাতে ১১ দফার নির্দেশিকা জারি রাজ্যের

166 views
A+A-
Reset

ডেস্ক: বাঁধ মানছেন না সংক্রমণ, করোনার দ্বিতীর ঢেউ তটস্থ সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টার যে ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৪। শহর কলকাতায় সংক্রমণ ২ হাজার পার। এই রিপোর্ট প্রকাশ করার পরই রাজ্য সরকার এগারো দফা নির্দেশিকা জারি করেছে। 
এক নজরে গাইডলাইন
১) গণ পরিবহন সহ জনবহুল স্থানগুলিতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য কোভিড বিধি মেনে চলবে হবে। এই বিষয়গুলি সম্পর্কে নজরদারি চালাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২) সমস্ত বাজারগুলিতে ২০২০-র মতোই চেম্বার অফ কমার্স বা ব্যবসায়িক সংগঠনগুলির  সঙ্গে হাত মিলিয়ে স্যানিটাইজেশনের কাজ করতে হবে।
৩) বিভিন্ন অফিসে, প্রতিষ্ঠানে,  কমপ্লেক্সে, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা রয়েছে , সেখানে সপ্তাহে একবার স্যানিটাইজেশন করতে হবে। 
৪) বাজার, সাপ্তাহিক বাজার, সরকারি ও বেসরকারি পরিবহণের মতো জনবহুল জায়গাগুলিতে অবশ্যই মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্যানিটাইজেশন করতে হবে।

আরও পড়ুন: করোনার আবহে, পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

৫) সমস্ত দোকান, বাজার, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজের সময় ভাগ করে দিতে হবে।
৬) রাজ্য সরকারি অফিসগুলিতে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে অফিসে আনতে হবে৷ 
৭) বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ওয়ার্ক ফর্ম হোমের ব্যবস্থা করতে হবে। 
৮)কর্মস্থলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিশ্চিত করতে হবে যাতে কর্মীরা মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন৷ 
৯) শপিং মল, মাল্টিপ্লেক্স, হোটেল, রেস্তোরাঁতে আগের মতোই প্রবেশ এবং বাইরে যাওয়ার পথে স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, থার্মাল স্ক্যানিং-এর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।১১) এই সমস্ত গাইডলাইন না মানলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.