জুনিয়র ডাক্তারদের অবস্থান ধর্মতলায়। ছবি: রাজীব বসু
শুক্রবার রাতে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। তবে কর্মবিরতি প্রত্যাহার করলেও তাঁদের আন্দোলন থামবে না, স্পষ্ট করে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের অংশ হিসেবে ধর্মতলার ওয়াই চ্যানেলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এই আন্দোলনের মাধ্যমে কেবল রাজ্য সরকার নয়, তাঁরা সিবিআইকেও চাপে রাখতে চান।
জুনিয়র ডাক্তারদের দাবি, এই আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাঁদের দাবি যদি মেনে নেওয়া না হয়, তবে তাঁরা আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ধর্মতলায় অবস্থানস্থলে তাঁরা একটি বড় ঘড়ি টাঙিয়ে দিয়েছেন, যা সময়সীমার প্রতীক হিসেবে কাজ করবে।
আন্দোলনের মূল উদ্দেশ্য সম্পর্কে এক আন্দোলনকারী, দেবাশিস বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের সেবার কথা মাথায় রেখে কর্মবিরতি প্রত্যাহার করছি। তবে আন্দোলন থামছে না। আমরা কোনও চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিইনি।’’ আরেক আন্দোলনকারী অনিকেত মাহাতো জানান, তাঁরা এই আন্দোলনের মাধ্যমে কেবল রাজ্য সরকার নয়, সিবিআইকেও চাপে রাখতে চান।
এর আগে, এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় এসে তাঁদের পরবর্তী কর্মসূচির ঘোষণা করার পরিকল্পনা ছিল। অবশেষে শুক্রবার রাতে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত হলেও, অবস্থান কর্মসূচি এবং ভবিষ্যৎ আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা অটল রয়েছেন।