ছত্তীসগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩৬ জন মাওবাদী।
জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে গতকাল। শুক্রবার দুপুর ১২.৩০ টায় সংঘর্ষ শুরু হয়, যা এখনও চলছে বলে জানা গেছে।
সূত্রের খবর অনুযায়ী, অভিযানে একাধিক অ্যাসল্ট রাইফেল, বিশেষ করে একে সিরিজের অস্ত্রসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সূত্রে মাওবাদীদের বড় দল জড়ো হওয়ার খবর পাওয়ার পর গতকাল গওয়েল, নেন্দুর এবং তুলতুলি গ্রামের দিকে অভিযান চালানোর জন্য ওরচা এবং বারসুর থানার অধীনে আলাদা আলাদা দল পাঠানো হয়। এসব এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার দুপুরে নেন্দুর-তুলতুলি গ্রামের কাছে জঙ্গলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। নিরাপত্তা বাহিনী সাবধানতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে, কারণ কয়েকজন মাওবাদী গভীর জঙ্গলে পালিয়ে গেছে বলে জানা গেছে।