রেললাইন বসে গিয়ে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

কলকাতা: বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর জেরে মসলন্দপুর স্টেশনের কাছে বসে গেল রেললাইন। শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত।

ব্যস্ত এই রুটে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। শুক্রবার সকালে এই রুটে আপ লাইন বসে গিয়েছে বলে সূত্রের খবর। তার জেরেই আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মসলন্দপুর ও সঙ্গতি স্টেশনের মাঝে সমস্যা দেখা দিয়েছে। সকাল ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল চলে যাওয়ার পর থেকে আর কোনো ট্রেন চলেনি ওই রুটে।

রেলের তরফে সকাল পৌনে ১০টায় জানানো হয়, লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে। ঘটনার জেরে একাধিক ট্রেন আটকে রয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

পরে রেল কর্তৃপক্ষ জানান, ডাউন লাইন দিয়ে একে একে ট্রেনগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদহের দিকে। ফলে কিছুটা আশ্বস্ত হয়েছেন যাত্রীরা। তবে কী কারণে লাইনে ধস নেমেছে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার