প্রথম পাতা খবর প্রথম দফার ভোটগ্রহণ মিটতেই তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল NIA

প্রথম দফার ভোটগ্রহণ মিটতেই তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল NIA

283 views
A+A-
Reset

ডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ মিটতেই তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল NIA. রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ লালগড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাতো। সেই মামলাতেই লালগড়ের তৃণমূল নেতা ছত্রধরকে গ্রেফতার করল এনআইএ।


সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে এনআইএ-র তরফে একাধিকবার ছত্রধরকে তলব করা হয়। কিন্তু ছত্রধর তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি। অভিযোগ, বারবারই শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছেন তিনি। শেষবার ভোটের কাজে ব্যস্ততার জন্য যেতে পারবেন না বলে জানিয়েছিলেন তৃণমূল নেতা ছত্রধর। অথচ বিভিন্ন রাজনৈতিক মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। এরপরই তিনদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে তাকে কড়া নির্দেশ দেওয়া হয়। 

আরও পড়ুন:

দেশদ্রোহিতায় জেলবন্দি ছত্রধরকে গত বছর মুক্তি দেয় তৃণমূল সরকার। এর পর তাঁকে দলের উঁচু পদে বসান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব দেন জঙ্গলমহলে দলের হারানো মাটি পুনরুদ্ধারের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.