ডেস্ক: প্রথম দফার ভোটের দিনই বিজেপি নেতার সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি অডিও ক্লিপ শুনিয়ে বিস্ফোরক দাবি করেছে বিজেপি। ভোটে সাহায্য চেয়ে পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পাল্টা জবাব দিল তৃণমূল। দলের বর্ষীয়ান নেতা উল্টে দাবি করেন, মমতা যদি ফোন করেও থাকেন, তাহলেও কোনও ভুল করেননি।
এতে অন্যায় বা মুখ লুকানোর মতো কিছু দেখছে না শাসকদল। বরং যে ভাবে একটি দলের সর্বময় নেত্রী হওয়ার সত্ত্বেও তিনি নিজের দলের প্রাক্তন কর্মীকে ফোন করেছেন এবং সৌজন্য দেখিয়েছেন, সেই বিষয়টি আসলে গর্বের।
প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “যদি ওই টেপ সত্যি হয়ে থাকে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিজেপি নেতাকে ফোন করেননি। তিনি তৃণমূলের প্রাক্তন নেতাকে ফোন করেছিলেন। মমতা সরল বিশ্বাসে কথা বলেছেন। তাঁর সৌজন্যতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন।”
এই ব্যাখ্যা মানতে নারাজ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এটা তৃণমূল নেত্রীর হতাশা ও দেউলিয়ার বহিঃপ্রকাশ। প্রলয় পাল জেলার সহ–সভাপতি। ভোটের পাঁচদিন আগে বিরোধী দলের নেতাকে ফোন করে ভোটভিক্ষা চাইছেন।
আরও পড়ুন: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ
একই সঙ্গে পালটা হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আর যদি টেপের লড়াই শুরু হয়, তাহলে ধাপে ধাপে হোক। বিজেপির কোন নেতা তৃণমূলে ফিরতে চেয়ে দক্ষিণ কলকাতায় কোথায় মিটিং করেছেন সেই টেপও তাহলে প্রকাশ করি। শিশির বাজোরিয়া ও মুকুল রায় বুথে এজেন্ট দেওয়া নিয়ে কী কথা বলছেন সেই টেপ ও সামনে আসবে।’