ডেস্ক: ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। রবিবার কলকাতায় ১১০৯ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। রাজ্যেও বেড়েছে দৈনিক সংক্রমণ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পার। কলকাতাতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।
একধাক্কায় গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৬১৫ জন। যার ফলে রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮১ জন।
মার্চ মাসে গোটা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১,৭৯৭। সেখানে এপ্রিলের প্রথম ১১ দিনেই সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,০৮১। মার্চে কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা ছিল ৪,১৪৪। সেখানে এপ্রিলে কলকাতায় সংক্রমণের সংখ্যা ৭,৭০৭। পরিসংখ্যান অনুসারে গত ৪০ দিনে ২০ গুণ বেড়েছে করোনা সংক্রমণের গতি।