প্রথম পাতা খবর যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে, যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী

যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে, যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী

69 views
A+A-
Reset

‘যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে’। আন্তর্জাতিক যোগ দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশের জনপ্রিয় পর্যটন স্থলগুলিতে যোগ দিবস পালন করা হবে। এই বছরের যোগ দিবসের থিম হল ‘মানবতার জন্য যোগ’। ভারতকে বিশ্ব দরবারে মেলে ধরতে এবারের যোগ দিবসকে বেছে নেওয়া হয়েছে। এই আবহে মাইসোর প্যালেসে আজ ১৫ হাজার জন যোগ অভ্যাস করছেন। এদিন মোদীর সঙ্গে মাইসোর প্যালেসে উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, ”আমরা যতই চাপযুক্ত পরিবেশে থাকি না কেন, কয়েক মিনিটের যোগ আমাদের মনকে স্থির করে। তাই যোগব্যায়ামকে আমাদের অতিরিক্ত কাজ মনে করা উচিত নয়। আমাদের যোগব্যায়াম জানতে হবে এবং যোগব্যায়াম করতে হবে এবং এটিকে আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হিসেবে দেখতে হবে।”

যোগের গুরুত্ব বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে যোগ আমাদের জীবনে শান্তি আনে। যোগব্যায়ামের মাধ্যমে শান্তি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়। যোগব্যায়াম আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং এই মহাবিশ্বে শান্তি আনে।

আরও পড়ুন :

চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন মমতা

ত্রিপুরা প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, দাবি অভিষেকের

ভারত বনধের প্রভাবই পড়েনি বঙ্গে, সতর্কতা জারি নবান্নের

ত্রিপুরায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন, অভিযোগের তীর বিজেপির দিকে

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ২৪ ঘণ্টার ভারত বন‍ধের ডাক, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে জারি সতর্কতা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.