পুজোর পর খুলতে পারে স্কুল, জানালেন মুখ্যমন্ত্রী

ডেস্ক: পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে বলে সোমবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার না নিলে পুজোর পরই খুলতে পারে স্কুল৷ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, স্কুল খোলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তৃতীয় ঢেউ কতটা মারাত্মক আকার নেয় তার উপরে৷


মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো এসে গিয়েছে৷ পুজোর ছুটির নিয়মে এমনিতেই ভাই ফোঁটা পর্যন্ত স্কুল ছুটি থাকে৷ এখন আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক আছে৷ কিন্তু তৃতীয় ঢেউ চলে এলে তো কিছু করার নেই৷ অন্যান্য অনেক রাজ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে৷ কেরল, মহারাষ্ট্রে প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে৷ আমরাও চাই ছাত্রছাত্রীরা স্কুলে যাক৷’ 

আরও পড়ুন: আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী


তিনি বলেছিলেন, আফটার পুজো ভ্যাকেসন আমরা চেষ্টা করব, এভরি অল্টারনেটিভ ডে তে যদি স্কুলটা খোলা যায়। পুজোর ছুটির পর চেষ্টা করব, যাতে অলটারনেটিভ ডে-তে স্কুল যাতে খোলা যায়।

আদিবাসী উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবাল অ্যাডভাইসরি কাউন্সিল তৈরি করেছিলেন। সোমবার ছিল সেই পর্ষদের প্রথম বৈঠক। সেখানে তিনি বলেন, ‘‌৫০০ সাঁওতালি স্কুলে অলচিকি হরফে পড়ানো হবে। ৬ গুণের বেশি বাজেট বৃদ্ধি পেয়েছে শিক্ষার অগ্রগতিতে। রাজ্যে হবে ২০০টি রাজবংশী স্কুল। আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি–ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব।’‌

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২