Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভারী বৃষ্টিতে আবারও কি জলযন্ত্রণায় ভুগবেন শহরবাসী? কষ্ট লাঘব হবে শহরবাসী, আশ্বাস মেয়রের - NewsOnly24

ভারী বৃষ্টিতে আবারও কি জলযন্ত্রণায় ভুগবেন শহরবাসী? কষ্ট লাঘব হবে শহরবাসী, আশ্বাস মেয়রের

নিম্নচাপের জেরে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে শহর কলকাতা ও শহরতলী জুড়ে। এবারের ভারী বৃষ্টিতে আবারও কি জলযন্ত্রণায় ভুগবেন শহরবাসী? ফিরহাদ হাকিম বললেন, “আগে কলকাতার কোনও কোনও জায়গায় ৪-৫ দিন জল দাঁড়িয়ে থাকত। এখন ৪-৫ ঘণ্টাতেই তা নেমে যায়।” শহর জুড়ে জল নিকাশি ব্যবস্থার ঢালোয়া পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার সকাল থেকেই মেয়র ফিরহাদ হাকিম কলকাতার নিকাশি বিভাগ সহ বিভিন্ন পুর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। ইতিমধ্যেই রাস্তায় নেমে বিভিন্ন গালিপিট পরিষ্কার থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন কর্মীরা।

তিনি জানান, মানুষের সচেতনতার অভাবের জন্য এখনও পর্যন্ত যে পরিমাণ প্লাস্টিকের ব্যবহার করছেন তাতে শহর কলকাতার সুয়ারেজ সিস্টেম কার্যত ব্লক হয়ে যাচ্ছে। গালিপিট গুলিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক জমে রয়েছে। তাই শহরের যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ করে দিলে এই জল জমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ইতিমধ্যেই শহরে যাতে জল না জমে তার জন্য কাজে নেমেছেন বহু কর্মীরা। মেয়রের কথায়, “সাধ্য মতন এলাকায় পাম্প বসানো হয়েছে। এক-দু’ঘণ্টার মধ্যে ১০০-১৫০ মিমি বৃষ্টি হচ্ছে। ফলে জলের পরিমাণ বাড়ছে। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হয়। পাম্প বসানো, নালার কাজ করা, সবই সাধ্য মতো করা হচ্ছে। বৃষ্টি হচ্ছে, জল জমেছে, সেটা তখনই বার করা সম্ভব নয়। তবে চার পাঁচ ঘণ্টার মধ্যে এলাকা থেকে জল বার করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন :

বিহারের রাজনীতিতে নয়া মোড়? বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তেই সনিয়াকে ফোন নীতীশের

আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

বক্সিংয়ের হাত ধরে জোড়া সোনা পেল ভারতীয় দল

ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করল ইসরো, উৎক্ষেপনকে সফল বলতে নারাজ চেয়ারম্যান

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?