Pegasus ইস্যুতে সংসদে তৃণমূলের ধরনা

ডেস্ক: বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও প্রবল চাপের মুখে কেন্দ্র। পেগাসাস ইস্যুতে অধিবেশনের শুরু থেকেই প্রবল হই হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। পেগাসাস কাণ্ডে বিরোধীদের বিক্ষোভের মুখে দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করলেন অধ্যক্ষ ওম বিড়লা।


এ দিন সংসদে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরব হন তাঁরা। এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি অভিযোগ করেন, বাংলার ভোটে বিরোধী নেতাদের ফোনে আঁড়ি পেতেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান তিনি। 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, ১০০ শতাংশই পাশ, নম্বর পছন্দ না হলে ফের পরীক্ষা


তৃণমূল, কংগ্রেস সহ সমস্ত বিরোধীরা এই মুহূর্তে একজোট পেগাসাস ইস্যুতে। পাল্টা প্রস্তুতি বিজেপির তরফেও। মঙ্গলবার সংসদে অধিবেশন শুরুর আগে রণকৌশল বৈঠক করেন বিরোধীরা। যেখানে হাজির ছিলেন তৃণমূল, কংগ্রেস, আরজেডি, ডিএমকে ও বামেদের প্রতিনিধিরা। সেখানেই ঠিক হয়, এই ইস্যুতে সরকারকে এক ইঞ্জি জমিও ছাড়া হবে না। পেগাসাস ইস্যুতে প্রবল চাপের মুখে মোদী সরকার।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ