‘অর্জুনের খুনের সিবিআই তদন্ত হওয়া উচিত’‌, কাশীপুর গিয়ে মন্তব্য অমিত শাহের

কাশীপুরে অমিত শাহ, কথা বললেন মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে। কাশীপুরে ঘটনাস্থলে দাঁড়িয়েই বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় CBI তদন্ত চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানালেন, এই ঘটনায় আজই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক-সহ অন্যান্যরা।

এদিন দমদম বিমানবন্দরে নেমেই সোজা কাশীপুরে ঘটনাস্থলে চলে যান শাহ। সেখানে অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করেন। কথা বলেন অর্জুনের মা, ঠাকুমা ও অন্যান্যদের সঙ্গে। তারপর পরিত্যক্ত রেল কোয়ার্টার চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ বলেন, “অর্জুন চৌরাসিয়ার খুন রাজনৈতিক হত্যা।  তিনি বলেন, ‘‌এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত। এই কিছুদিনের মধ্যে অনেকগুলি ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশে দিয়েছে আদালত। দেশের কোথাও এত কম সময়ে এতগুলি সিবিআই তদন্তের নির্দেশের নজির নেই। সাধারণ মানুষের মতো আদালতেরও রাজ্য পুলিশের উপরে আস্থা নেই।’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন