কলকাতা : ‘অতি উত্তম’ ছবির পরিচালনা করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।সদ্যই হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলনে।জানা গিয়েছে,ছবিতে নায়কের চরিত্রে অভিনয়ে করবেন স্বয়ং উত্তম কুমার।অবাক হচ্ছেন তো,ভাবছেন সেটা কিভাবে সম্ভব? তাহলে ব্যাপারটা খোলসা করেই বলা যাক।অন্যান্য ছবির মতো উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে না অন্য কোনও অভিনেতাকে। স্বয়ং মহানায়কই অভিনয় করবেন নিজের চরিত্রে।
মহানায়ক এবং তাঁর এক ভক্তকে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। সেই ভক্ত ব্যক্তিগত জীবনে প্রেমের সমস্যায় পড়লে প্রিয় নায়কের দ্বারস্থ হন।কারণ উত্তম কুমারই তো বাঙালির ‘কিং অব রোম্যান্স’। ভক্তকে উদ্ধার করতে তখন উদ্যোগী হন স্বয়ং মহানায়ক।জানা গিয়েছে,উত্তম কুমারের ৫৪টি ছবির ফুটেজ নিয়ে ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাঁকে। মহানায়কের হাঁটাচলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন সৃজিত।
উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। অতি উত্তমে থাকবেন লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়।টানা ৩ বছর ধরে ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। তার সঙ্গেই চলেছে উত্তম কুমারের ছবি নিয়ে নানা গবেষণা।পরিচালকের প্রথম ছবি ‘অটোগ্রাফের ১০ বছর পূর্তিতে এই ছবি মহানায়কের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য।