ডেস্ক: নারদমামলায় ৪ নেতামন্ত্রীকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ায় কোনও ফাঁক রাখতে চায় না সিবিআই। হাইকোর্ট থেকে জামিনে স্থগিতাদেশ আদায়ের পর এবার শীর্ষ আদালতেও ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। একপক্ষ শুনানির সম্ভাবনা নাকচ করতেই সিবিআইয়ের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার সকালে নারদ মামলায় কার্যত বাড়ি থেকে তুলে নিয়ে ফিরদাহ হাকিম , সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রের মতো হেভিওয়েট নেতাদের গ্রেফতার করে সিবিআই । বাদ যাননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। এরপর তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। নিজাম প্যালেসে সিবিআই-র দফতরে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টা ছয়েক সেখানেই ছিলেন তিনি।
হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা সুপ্রিম কোর্টে যেতে পারে এই অনুমান থেকে সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। ফলে এই মামলায় সিবিআইয়ের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট আর কোনও রায় দিতে পারবে না।
প্রসঙ্গত, নারদ মামলায় জামিনে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। আগামিকাল অর্থাত্ বুধবার মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে।