তরাই-ডুয়ার্সে মোক্ষম চাল শাসকদলের, তৃণমূলে যোগ দিলেন টাইগার

ওয়েবডেস্ক : তৃণমূলে যোগ দিলেন তরাই-ডুয়ার্সের ‘টাইগার’ রাজেশ লকরা। ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। তাঁকে দলে টেনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল মোক্ষম চাল চালল বলে মনে করছে রাজনৈতিক মহল। 

প্রসঙ্গত, ২০০৬ সাল পর্যন্ত বাম সমর্থক ছিলেন টাইগার তথা রাজেশ লকরা। তৃণমূলের দাবি, মালবাজার, নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রামের মত পাঁচটি বিধানসভা কেন্দ্রে টাইগারের প্রভাব রয়েছে। প্রভাব রয়েছে তাঁর আদিবাসী বিকাশ পরিষদের।

আসন্ন বিধানসভায় উত্তরবঙ্গ জয় করতে গেলে আদিবাসী ভোট টানতে হবে তৃণমূলকে। সেক্ষেত্রে রাজেশ লকরার তৃণমূলে যোগদান বেশ উল্লেখযোগ্য।

টাইগার জানিয়েছেন, এই এলাকাগুলিতে কম করে ৭৫ শতাংশ আদিবাসী ভোট রয়েছে। আদিবাসীদের জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, সেই জন্যই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ