স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে জোরদার নিরাপত্তা

ডেস্ক : রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস পালন করবে দেশবাসী। তার আগে জেলায় ও কলকাতা শহরে নিরাপত্তা বাড়ানো হল।

স্বাধীনতা দিবেসের দিন কলকাতা পুলিশ নিরপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ওই দিন রাস্তায় থাকবে প্রায় ৪ হাজার পুলিশ কর্মী। জানা গিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকবেনস ডিসি পদমর্যাদার ১১জন পুলিশ অফিসার। রেড রোডের নজরদারির দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।

রেড রোডে থাকবে ৩টি ওয়াচ টাওয়ার। এছাড়াও শহরের ২৩ টি জায়গায় থাকবে নাকা চেকিং-এর ব্যবস্থা।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেল স্টেশনগুলিতেও চালানো হচ্ছে নজরদারি। শুক্রবার রাতে স্টেশনগুলিতে নজরদারি চালায় আরপিএফ ও জিআরপি।

দর্শকশূন্য রেড রোডে স্বাধীনতা দিবস

করোনা আবহে এবার দর্শকশূন্য রেড রোডে হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’ ট্যাবলো। এছাড়াও শোভাযাত্রায় থাকছে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একাধিক প্রকল্পের ট্যাবলো।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক