ডেস্ক: বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার ভৈরবস্থানে পুজো দেন সায়ন্তিকা।জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাঁকুড়ার তৃণমূল প্রার্থী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, লড়াই যত কঠিন হবে, জিতে তত বেশি মজা।
সায়ন্তিকা যোগ করেন, ‘চাপ নয়, উত্তেজনা হচ্ছে। মানুষের কাছে আশীর্বাদ নিচ্ছি। মানুষের হাসিমুখ দেখছি। আমার মনটা ভাল আছে। প্রথম যে বুথে গিয়েছিলাম সেখানে কাশীজেঠুর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। বাঁকুড়ার মানুষ কাশীজেঠুকে শ্রদ্ধা করেন। ভালবাসেন। জেঠিমার আশীর্বাদ নিলাম।’
ইভিএম খারাপ করে দেওয়া হচ্ছে। ভোটাররা যাতে ভোট দিতে না পারে সেইজন্যই এই ব্যবস্থা করা হয়েছে। বুথ ঘুরে অভিযোগ জানালেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা। ১১৫ ও ১১৯ নম্বর বুথে একটাও ভোট এখনও পড়েনি বলে জানিয়েছেন তিনি। তাঁর কেন্দ্রের শক্ত ঘাঁটিতে ভোটে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৬ শতাংশ
টুইটারে অভিযোগ জানিয়ে তিনি লিখেছেন, বার বার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে হস্তক্ষেপ করছেন না। তিনি বিখেছেন, ‘আমরা ভয় পাইনা। যারা ভোট না দিতে পেরে চলে গেছে তারা আবার ফিরে আসবেন, দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন।’
অন্যদিকে,বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে কিছু দুঃস্থ বৃদ্ধ মহিলার হাতে টাকা তুলে দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে আর্শীবাদও চান। পরে নিজের ভোটকেন্দ্র বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সাক্ষাতের মাঝেও সায়ন্তিকা ‘আর্শীবাদ’ চেয়েছেন বলেই অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের দাবি, মন্দিরের বাইরে একজন দুঃস্থকে সাহায্য করেছেন।