শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফের শোকজ করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। বিধানসভার পরিষদীয় কমিটি তাঁকে নোটিস পাঠিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও।
বুধবার মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা সত্ত্বেও প্রকাশ্যে মন্তব্য করায় হুমায়ুনের কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। এর আগে ২০২৩ সালের ২৭ নভেম্বর দলবিরোধী কার্যকলাপের জন্যও তাঁকে শোকজ করেছিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।
শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, দলের থেকে তাঁর কমিউনিটি আগে। তিনি আরও বলেন, “শুভেন্দু এত বড় কথা বলার পরও প্রশাসন চুপ। আমরা কিছু বললেই ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কমিউনিটিতে এরকম বলা হলে আমরা ছেড়ে কথা বলব না”।
এই মন্তব্যের ফলে দল আরও অস্বস্তিতে পড়ে এবং দ্রুত শোকজ করার সিদ্ধান্ত নেয়। শুধু হুমায়ুন নন, শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরীও আক্রমণাত্মক হন। যার জেরে বিরোধী দলনেতা নিরাপত্তাহীনতার অভিযোগ জানিয়ে বিধানসভার সচিবকে চিঠি দেন।
মন্ত্রিসভার সকল সদস্যদের সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখতে হবে।