উইমেন্স প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক হল না গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। বুধবার ইউপি ওয়ারিয়র্সের কাছে বিশাল ব্যবধানে হার। এ বারের প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেল ওয়ারিয়র্স।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে মুম্বই। ওপেনিং জুটিতেই ৯৪ রান তুলে নেয় ইউপি। মিডল অর্ডারে গ্রেস হ্যারিস ও দীপ্তি শর্মার অবিচ্ছিন্ন বিধ্বংসী জুটি। ১৬.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছয় ইউপি ওয়ারিয়র্স।
উল্লেখযোগ্য ভাবে, ৩১ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওয়ারিয়র্সের কিরণ নভগিরে। ২৯ বছরের ভারতীয় ব্যাটার ৬টি চার এবং ৪টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন। হ্যারিস ১৭ বলে ৩৮ রানের ইনিংস খেললেন ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে।
এই হারের পরেও পয়েন্ট তালিকায় তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল মুম্বই। অন্য দিকে, সম সংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকল ওয়ারিয়র্স।