প্রথম পাতা খবর ‘দীনেশ ত্রিবেদী একজন হেরে যাওয়া নেতা’, দীনেশের দলত্যাগে তীব্র কটাক্ষ সৌগত রায়ের

‘দীনেশ ত্রিবেদী একজন হেরে যাওয়া নেতা’, দীনেশের দলত্যাগে তীব্র কটাক্ষ সৌগত রায়ের

182 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : দীনেশ ত্রিবেদীর নাটকীয় ইস্তফা। সোশ‍্যাল অ্যাকাউন্ট থেকে সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। হইহই করে দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানাচ্ছে বিজেপি। একদা অন‍্যতম প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং তো বলেই দিলেন, বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী।

পাশাপাশি তাঁর ইস্তফার খবর পেয়েই তৃণমূল শিবিরও পাল্টা দিয়েছে দীনেশ ত্রিবেদীকে। তৃণমূলের তরফে সুখেন্দু শেখর রায় বলেছেন, দীনেশ ত্রিবেদী আগেও দলকে ফাঁকি দিয়েছেন। দলবদল ওর মজ্জায়।

এক বছরও হয়নি রাজ্যসভায় এসেছেন। কেনই বা এলেন, কেনই বা গেলেন! কবে থেকে দমবন্ধ হল! তিন মাস নাকি এক বছর ধরে! চলে গেলেন ভালই হল। আপদ বিদায়। তৃণমূল স্তরের লোক আনব। এঁরা সুবিধাবাদী। সমস্যাটা আমরা তো জানতেই পারলাম না। আট মাস আগে তো এলেন।

এখন হঠাত্ দমবন্ধ। রেলমন্ত্রী থাকার সময় দিদিকে না জানিয়ে কত ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলেন। ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। ভবিষ্যতে বড় পদ পাওয়ার আশা। কতবার একটা মানুষের দমবন্ধ হয়!

আরও পড়ুন : নাটকীয় দলত্যাগ, রাজ্যসভায় বলতে উঠে সাংসদপদ এবং তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী

তৃণমূলের কাছে বিষয়টি অজানা ছিল, স্বীকার করেছেন সৌগত রায় বলেছেন, ‘‘ওঁর দলের নানা বিষয় নিয়ে ক্ষোভ হয়ত ছিল। সেটা উনি দলে বলতে পারতেন। দীনেশ দল ছেড়ে দেবেন, এই ইঙ্গিত আমরা পাইনি।’’ পাশাপাশি তাঁকে ‘‘হেরে যাওয়া নেতা’’ বলে তীব্র আক্রমণ করেন সৌগত।

বলেন, হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় নিয়ে গিয়েছিলেন। একথা যেন কেউ ভুলে না যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.