“জনতার রায়ে ভো-কাট্টা বিজেপি” : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা পুরভোটের ফল নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “এই জয় গনন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।”

পুরভোটের ফলাফল কী হতে চলেছে সেটা হয়তো সবার আগে জেনে গিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই পুরসভা নির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থীদের জেতানোর আবেদন নিবেদনের রাস্তায় হাঁটেননি তিনি। শুরু থেকেই বলে এসেছেন, জয় এর পরে কী করণীয়।

নির্বাচনের দিনেও রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ছিল গণতন্ত্রের জয় এর কথা। আর ফল ঘোষণর দিন দলের বিজয়ী প্রার্থীদের প্রতি তাঁর বক্তব্য, ” আরও মাথা নত করে কাজ করতে হবে”।

কলকাতায় যখন প্রকাশিত হচ্ছে পুরভোটের ফলাফল, ঠিক তখন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অসম এর উদ্দেশ্যে রওনা হয়ে যান তৃণমূল নেত্রী। তবে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। এদিনের পুরভোটের ফল নিয়ে বিজেপির উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “”জনতার রায়ে ভো-কাট্টা বিজেপি”।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়