458
কলকাতা : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্যে টয় ট্রেন চলাচল আবার শুরু হচ্ছে। রাজ্য সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাবার পর আগামী ২৫ ডিসেম্বর থেকে এই ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে দার্জিলিং ও ঘুমের মধ্যে টয় ট্রেন চলবে । পরে চাহিদা অনুযায়ী যাত্রাপথ বাড়ানো হবে। একটি ডিজেল ও দুটি স্টিম ইঞ্জিন চালিত মোট তিনটি ট্রেন এখন চালানো হবে।
যাত্রাপথে , পর্যটকদের জন্য বাতাসিয়া লুপ-এ ১০ মিনিট এবং ঘুম স্টেশন-এ ২০ মিনিট ট্রেন দাঁড়াবে।
করোনা পরিস্থিতির জেরে গত ২২শে মার্চ থেকে পাহাড়ে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।